“মাওলানা হাসমত উল্লাহ্ দেওবন্দী ফাউন্ডেশন” (Maulana Hasmat Ullah Deobandi Foundation: (MHD) Foundation.) টি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত।
সমগ্র দেশব্যাপী এই ফাউন্ডেশনের কার্যক্রম চলমান আছে। ইহা একটি অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, সার্বিক সেবামূলক ও স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য :
- স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ফাউন্ডেশনের সদস্যগণ কার্য এলাকায় শিক্ষা, কৃষি,স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক কাজে এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ;
- শিক্ষার্থীদেরকে চরিত্রবান, সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “মাওলানা হাসমত উল্লাহ্ দেওবন্দী ফাউন্ডেশন” শিক্ষার উন্নয়নে কাজ করবে;
- শিক্ষার মৌলিক মান উন্নয়নে ও কারিগরী শিক্ষা এবং নারী শিক্ষার বিস্তারে কাজ করা;
- ICT ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা;
- জ্ঞানার্জনে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশনের পাঠাগার/লাইব্রেরিতে বই/পুস্তক ক্রয়/সংগ্রহ করা এবং সামাজিক কু-সংস্কার, কু-প্রথা থেকে সমাজকে মুক্ত রাখা, মাদক বিরোধী, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী কাজের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন এবং পাঠক-পাঠিকাদের বই-পুস্তক পাঠের সুন্দর পরিবেশ গড়ে তোলা ও এলাকার শিক্ষিত ও অর্ধ শিক্ষিতদের বই পাঠে উদ্বুদ্ধ করা;
- দরিদ্র ও মেধাবী শিক্ষর্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা;
- দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কার্য এলাকায় (বৃহত্তর ময়মনসিংহ এবং ক্রমান্বয়ে সমগ্র দেশ) বিভিন্ন গ্রামে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা;
- জাতীয় এবং আন্তর্জাতিক দিবস উদযাপন এবং সামাজিক চিত্ত বিনোদনের ব্যবস্থা করা । বই/পুস্তক পাঠ এবং বিতর্কসহ জ্ঞানচর্চা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা । সরকার প্রবর্তীত সকল উন্নয়ন ও শিক্ষমূলক কর্মসূচীতে শিক্ষার্থীদের অংশ গ্রহণে উদ্বুদ্ধ করা;
- জনসংখ্যা বৃদ্ধি, ক্রমহ্রাসমান কৃষি জমি, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবসহ নানা কারণে দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্ম এলাকায় কৃষির উন্নয়ন করা;
- শস্যের বহুমুখীকরণ ও ভূমির সর্বোত্তম ব্যবহার, কৃষির আধুনিকায়ন, প্রতিকূলতা সহিঞ্চু নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে কৃষি বিজ্ঞানী, কৃষক, সম্প্রসারণবিদগণের উন্নত প্রশিক্ষণ প্রদান;
- কার্য এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন আয় বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা;
- নারী ও শিশুর উন্নয়নের আওতায় দরিদ্র নারী, শিশু বিশেষত অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশুদের দক্ষতা বৃদ্ধিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা;
- নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা কারিগরি, নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা;
- সমাজের দুঃস্থ ও অসহায় বিশেষত নারী ও প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা;
- দরিদ্র জনসাধারণের স্যানিটেশন, সুপেয় ও নিরাপদ পানির উৎস স্থাপন এবং স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির প্রসার ও উন্নয়নে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা;
- দরিদ্র জনগোষ্টির আপদকালীন/প্রাকৃতিক দুর্যোগ হলে সাহায্য যথা- খাদ্য, বন্ত্র, চিকিৎসা, আশ্রয়, ইত্যাদি জীবন রক্ষার প্রয়োজনীয় উপকরণ প্রদান;
- প্রকৃতি ও প্রতিবেশ বিশেষত নদী, পাহাড়, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সুরক্ষায় কাজ করা ;
- বৃক্ষ রোপণ, পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করা;
- ই-গভর্নেস প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করা;
- জৈব জ্বালানীর উপর নির্ভরতা হ্রাসকল্পে প্রাকৃতিক জ্বালানী শক্তি ও নবায়নযোগ্য জ্বালানী যথাঃ বায়োগ্যাস প্লান্ট, সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল), উইন্ডমিল ইত্যাদি প্রযুক্তির সাথে জনসাধারণকে সম্পৃক্ত করে স্থাপন ও ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা; এবং
- দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালনা করা।
অর্গানোগ্রাম :
কার্যনির্বাহী কমিটি :
| ক্র/নং |
নাম |
পদবী |
| ১. |
জনাব মোঃ আবদুস সামাদ |
সভাপতি |
| ২. |
সুলতানা নিলুফার জাহান |
সাধারণ সম্পাদক |
| ৩. |
জনাব মোঃ আবদুস সবুর |
কোষাধ্যক্ষ |
| ৪. |
মনজুয়ারা বেগম |
কার্যনির্বাহী সদস্য |
| ৫. |
অধ্যাপক মকিমউদ্দিন সরকার |
কার্যনির্বাহী সদস্য |
| ৬. |
জনাব মো: মাহ্ফুজুর রহমান |
সহ-সভাপতি |
| ৭. |
ডাঃ মশিয়ুর রহমান বাবলু |
প্রচার সম্পাদক |