আমাদের সম্পর্কে

“মাওলানা হাসমত উল্লাহ্ দেওবন্দী ফাউন্ডেশন” (Maulana Hasmat Ullah Deobandi Foundation: (MHD) Foundation.) টি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত। সমগ্র দেশব্যাপী এই ফাউন্ডেশনের কার্যক্রম চলমান আছে। ইহা একটি অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, সার্বিক সেবামূলক ও স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।


প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য :

  • স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ফাউন্ডেশনের সদস্যগণ কার্য এলাকায় শিক্ষা, কৃষি,স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক কাজে এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ;
  • শিক্ষার্থীদেরকে চরিত্রবান, সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “মাওলানা হাসমত উল্লাহ্ দেওবন্দী ফাউন্ডেশন” শিক্ষার উন্নয়নে কাজ করবে;
  • শিক্ষার মৌলিক মান উন্নয়নে ও কারিগরী শিক্ষা এবং নারী শিক্ষার বিস্তারে কাজ করা;
  • ICT ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা;
  • জ্ঞানার্জনে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশনের পাঠাগার/লাইব্রেরিতে বই/পুস্তক ক্রয়/সংগ্রহ করা এবং সামাজিক কু-সংস্কার, কু-প্রথা থেকে সমাজকে মুক্ত রাখা, মাদক বিরোধী, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী কাজের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন এবং পাঠক-পাঠিকাদের বই-পুস্তক পাঠের সুন্দর পরিবেশ গড়ে তোলা ও এলাকার শিক্ষিত ও অর্ধ শিক্ষিতদের বই পাঠে উদ্বুদ্ধ করা;
  • দরিদ্র ও মেধাবী শিক্ষর্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা;
  • দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কার্য এলাকায় (বৃহত্তর ময়মনসিংহ এবং ক্রমান্বয়ে সমগ্র দেশ) বিভিন্ন গ্রামে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা;
  • জাতীয় এবং আন্তর্জাতিক দিবস উদযাপন এবং সামাজিক চিত্ত বিনোদনের ব্যবস্থা করা । বই/পুস্তক পাঠ এবং বিতর্কসহ জ্ঞানচর্চা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা । সরকার প্রবর্তীত সকল উন্নয়ন ও শিক্ষমূলক কর্মসূচীতে শিক্ষার্থীদের অংশ গ্রহণে উদ্বুদ্ধ করা;
  • জনসংখ্যা বৃদ্ধি, ক্রমহ্রাসমান কৃষি জমি, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবসহ নানা কারণে দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্ম এলাকায় কৃষির উন্নয়ন করা;
  • শস্যের বহুমুখীকরণ ও ভূমির সর্বোত্তম ব্যবহার, কৃষির আধুনিকায়ন, প্রতিকূলতা সহিঞ্চু নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে কৃষি বিজ্ঞানী, কৃষক, সম্প্রসারণবিদগণের উন্নত প্রশিক্ষণ প্রদান;
  • কার্য এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন আয় বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা;
  • নারী ও শিশুর উন্নয়নের আওতায় দরিদ্র নারী, শিশু বিশেষত অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশুদের দক্ষতা বৃদ্ধিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা;
  • নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা কারিগরি, নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা;
  • সমাজের দুঃস্থ ও অসহায় বিশেষত নারী ও প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা;
  • দরিদ্র জনসাধারণের স্যানিটেশন, সুপেয় ও নিরাপদ পানির উৎস স্থাপন এবং স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির প্রসার ও উন্নয়নে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা;
  • দরিদ্র জনগোষ্টির আপদকালীন/প্রাকৃতিক দুর্যোগ হলে সাহায্য যথা- খাদ্য, বন্ত্র, চিকিৎসা, আশ্রয়, ইত্যাদি জীবন রক্ষার প্রয়োজনীয় উপকরণ প্রদান;
  • প্রকৃতি ও প্রতিবেশ বিশেষত নদী, পাহাড়, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সুরক্ষায় কাজ করা ;
  • বৃক্ষ রোপণ, পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করা;
  • ই-গভর্নেস প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করা;
  • জৈব জ্বালানীর উপর নির্ভরতা হ্রাসকল্পে প্রাকৃতিক জ্বালানী শক্তি ও নবায়নযোগ্য জ্বালানী যথাঃ বায়োগ্যাস প্লান্ট, সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল), উইন্ডমিল ইত্যাদি প্রযুক্তির সাথে জনসাধারণকে সম্পৃক্ত করে স্থাপন ও ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা; এবং
  • দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালনা করা।

অর্গানোগ্রাম :




কার্যনির্বাহী কমিটি :

ক্র/নং নাম পদবী
১. জনাব মোঃ আবদুস সামাদ সভাপতি
২. সুলতানা নিলুফার জাহান সাধারণ সম্পাদক
৩. জনাব মোঃ আবদুস সবুর কোষাধ্যক্ষ
৪. মনজুয়ারা বেগম কার্যনির্বাহী সদস্য
৫. অধ্যাপক মকিমউদ্দিন সরকার কার্যনির্বাহী সদস্য
৬. জনাব মো: মাহ্ফুজুর রহমান সহ-সভাপতি
৭. ডাঃ মশিয়ুর রহমান বাবলু প্রচার সম্পাদক