মাওলানা হাসমত উল্লাহ্ ফাউন্ডেশন একটি এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবাধর্মী সংস্থা হিসেবে কাজ করবে। মানবকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষ্টির উন্নয়ন ও জনসেবায় উক্ত সংস্থা দায়িত্ব পালন করবে।
- বর্তমানে শেরপুর উপজেলা নালিতাবাড়ী উপজেলায় একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ করছে;
- একটি বিশ্ব মানের নার্সিং ইনস্টিটিউট ও প্যারা মেডিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলার জন্য কাজ চলছে;
- দরিদ্র ও অসহায়দের মাঝে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে;
- নূরে জান্নাত, পিতা: সাজ্জাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজে ১ম বর্ষে লেখাপড়ার খরচ হিসেবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হয়েছে;
- কিমিয়া বীনতে আজাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ২ম বর্ষে লেখাপড়ার খরচ হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়েছে;
- বাবু নিশিকান্ত ভাদুড়ী স্যারকে কম্বল দেয়া হয়েছে ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে;
- এছাড়া চিকিৎসা সহায়তা, ঘর মেরামত ও বিধবা সহায়তা বাবদ সর্বমোট ১,২৭,০০০/-(এক লক্ষ সাতাশ হাজার) টাকা বিতরণ করা হয়েছে;
ভবিষ্যৎ পরিকল্পনা :
- শেরপুর জেলাকে ভিক্ষুক মুক্ত করা হবে;
- বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করা ও ঔষধ বিতরণ করা হবে;
- শিক্ষার গুনগত মান উন্নয়নে : উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠ মেধাবীদের মাঝে পুরস্কার হিসেবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হবে;
- মিস্ত্রী, ঢালাইকারক ইত্যাদির প্রশিক্ষিত কারিগর তৈরির জন্য ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে।
- দক্ষতা উন্নয়ন একাডেমি তৈরি করা হবে।