মাওলানা হাসমত উল্লাহ্ দেওবন্দী ফাউন্ডেশন

মাওলানা হাসমত উল্লাহ্ দেওবন্দী ফাউন্ডেশন

জয়েন্ট স্টক কোম্পানি এর রেজিস্ট্রেশন নং এস-১৩০৩০/২০১৮ এবং এনজিও বিষয়ক ব্যুরো এর রেজিস্ট্রেশন নং-৩২০৮

মাওলানা মোঃ হাসমতউল্লাহ্ দেওবন্দী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১৮৯৮ খ্রি:-এ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তরিপ মন্ডল। পূর্বনিবাস নালিতাবাড়ী উপজেলার সূর্যনগর গ্রামে। পরবর্তীতে তাঁর পিতা নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে বসতি স্থাপন করেন।

শৈশব থেকেই তিনি অত্যন্ত ধর্মভীরু মানুষ ছিলেন। নালিতাবাড়ী উপজেলার কলসপাড়া গ্রামে নানার বাড়ীতে একজন মৌলভী সাহেবের কাছে ধর্মীয় বিষয়াদি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলাম ধর্ম চর্চা কেন্দ্র ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে শিক্ষা গ্রহণ করেন। দেওবন্দের শিক্ষা গ্রহণ শেষে তিনি কলকাতার বাগমারীতে অবস্থিত জামানার শ্রেষ্ঠ ওলী সুফী মুফতী হজরত আজান গাছী (ব:) এর ছোহবতে এসে তাঁর প্রতিষ্ঠান হাক্কানী আনজুমানের সাথে সারাজীবন সম্পৃক্ত থাকেন। তিনি সারাজীবন একজন শরিয়ত ও মারেফতের চর্চার মানুষ হিসেবে নিজেকে নিয়োজিত রাখেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পূর্বে হাক্কানী আনজুমানের দ্বিতীয় মোতওয়াল্লী সুফী মুফতী হযরত মোয়াজ্জিন (রহ:) এর ওফাতের পর অস্থায়ীভাবে মোতওয়াল্লীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁরই প্রস্তাবক্রমে সুফী মুফতী হযরত আফিমী (রহ:) কে মোতওয়াল্লীর দায়িত্ব প্রদান করা হয়।